Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানাধীন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত,সহকর্মীদের বিক্ষোভ 135 0

Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানাধীন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত,সহকর্মীদের বিক্ষোভ

রনি আহম্মদ:
জিএমপি‘র বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা সংলগ্ন প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসের সুইং অপারেটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মীরা।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব জানান, চৌধুরী বাড়ি এলাকার প্যানাসিয়া ক্লোথিং গার্মেন্টসে সুইং অপারেটর পদে চাকরি করতেন শরিফুল। সোমবার সকালে কাজে যোগ দিয়ে কারখানা ভবনের পঞ্চম তলায় তার ব্যবহৃত মেশিনে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় বাম হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারখানার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব  আরও জানান,শরিফুলের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে নিহতের মরদেহ হাসপাতাল থেকে কারখানায় নিয়ে আনেন শ্রমিকরা। শরিফুলের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন।নিহত শরিফুলের সহকর্মীরা  কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান শ্রমিকরা।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি ঈদের আগেই নিহতের পরিবারকে দেয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে বেলা আড়াইটার দিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কারখানার সামনে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন নিহতের স্বজনরা। নিহত শরিফুল ময়মনসিংহ জেলা সদর থানার পুটিয়ালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com